প্রকাশিত:
১০ ডিসেম্বর, ২০২৫

সমালোচনার কেন্দ্রে এখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সক্রিয় রাজনৈতিক নেতাকে পুরস্কৃত করার মাধ্যমে তিনি ফিফার নিরপেক্ষতার গুরুত্বপূর্ণ নিয়ম ভেঙেছেন বলে অভিযোগ তুলছে বিভিন্ন সংগঠন। বিশেষ করে মানবাধিকারভিত্তিক সংস্থা ‘ফেয়ারস্কোয়ার’ এক চিঠিতে জানিয়েছে ইনফান্তিনো ফিফার রাজনৈতিক সীমাবদ্ধতার কমপক্ষে চারটি বিধান লঙ্ঘন করেছেন।তাদের অভিযোগপত্রে বলা হয়েছে, “দায়িত্বে থাকা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এমন সম্মাননা দেওয়া ফিফার নীতিগত অবস্থানকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে। ফিফা সভাপতি এককভাবে সংস্থার লক্ষ্য, নীতি, বা মূল্যবোধ নির্ধারণের ক্ষমতা রাখেন না।”
এই অভিযোগকে কেন্দ্র করে এখন ফিফার নৈতিকতা কমিটির কাছে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি উঠছে।
এদিকে পুরস্কার গ্রহণের সময় ট্রাম্প বলেন, “আজ পৃথিবী আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। আমার জীবনে পাওয়া অন্যতম বড় সম্মান এটি। আমরা লাখো জীবনের সুরক্ষা নিশ্চিত করেছি, কঙ্গোর পরিস্থিতি তারই একটি নজির। ভারত-পাকিস্তানের যুদ্ধও শুরু হওয়ার আগেই থেমে গেছে। জিয়ান্নি অসাধারণ কাজ করছে, টিকিট বিক্রিতে আপনারা যেভাবে নতুন রেকর্ড করেছেন, তা ফুটবলের জন্য দুর্দান্ত।”